আড়ি পাতছে গুগল!

১৩ জুলাই, ২০১৯ ০১:১৮  
গোনপনীয়তার লঙ্ঘন করে মানুষের কথায় আড়ি পাতছে আমাজনের হোম অ্যাসিসটেন্ট অ্যালেক্সা এবং গুগলের হোম অ্যাসিসটেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যাসিসটেন্টের মাধ্যমে এই অপকর্মটি করা হচ্ছে বলে অভিযোগ করছেন সাইবার বিশেষজ্ঞরা। গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যাসিসটেন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে গ্রাহকদের নাম, ঠিকানাসহ তাদের ব্যক্তিগত জীবনের কথাপোকথনেও কান পাতছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক পোর্টাল দ্যা ভার্জ। বেইজিং ব্রডকাস্টার ভিআরটি নিউজের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুগল অ্যাসিসটেন্টের সঙ্গে কথাপোকথনের সপ্তাহিক ১০০০ অডিও ফাইল তারা ট্রান্সক্রিপ্ট করে। যার সব ফাইলগুলো আবার গুগলের কর্মীরাও শুনতে পারছেন। মূলত এই প্রক্রিয়ায় তারা টার্গেট মার্কেটিং স্ট্র্যাটেজি অনুসরণ করছে। অপরদিকে ওয়াইরডের প্রতিবেদনে বলা হয়, অডিও ক্লিপসগুলোর মধ্যে ০.২ শতাংশ ফাইল গুগলের কর্মীদের দ্বারা গুগল ট্রান্সক্রিপ্ট করত। তবে এবিষয়ে গুগল সরাসরি কোনো মন্তব্য করেনি। বলা হচ্ছে, সাধারণত অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্টেন্টের মতো এআই ভুলবশঃ রেকর্ড করেছে। এর আগে একই অভিযোগে আমাজনকে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। চিঠিতে গ্রাহকদের কথাপোকথনের অডিও সংগ্রহ এবং ট্রান্সক্রিপ্ট করার অভিযোগ করা হয়। যদি গ্রাহক তার অডিও ক্লিপস ডিলিট করে দেন, তাহলে সেগুলো তারা সংরক্ষণ করে না। এই পরিপ্রেক্ষিতে বলা যায়, ডিজিটাল ভয়েজ অ্যাসিসটেন্টের সঙ্গে কোনো প্রকার কথাপোকথনই নিরাপদ নয়।